সারা বাংলা

ঢাকা মেডিকেল: রোগীদের সেবায় নিয়োজিত ২০০ চিকিৎসক, ৬০০ নার্স

চিকিৎসাসেবার পাশাপাশি ঈদের দিনে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

তাজা খবর: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরের মতো ঈদুল আজহায় রোগীদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদ ছুটিতেও রোস্টার অনুযায়ী চিকিৎসক, নার্স, স্টাফসহ সবাই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ঈদের দিন হাসপাতাল পরিদর্শনে আসেন উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢাকা মেডিকেলে দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে। ভর্তি রোগী ছাড়াও জরুরি বিভাগে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও প্রায় দুইশত চিকিৎসক এবং ছয় শতাধিক নার্স ঢাকা মেডিকেলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি ঈদের দিনে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের খাবার দেওয়া শুরু হয়েছে। রোগীদের পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ঈদের দিনে পরিবার রেখে হাসপাতালে আছেন। সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের হাসপাতালে আসা

তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের খোঁজ নেন এবং ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উপপরিচালক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button