অপরাধ ও দুর্নীতি

তথ্য গোপন করে দলিল, আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

দীর্ঘদিন ধরে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে আমরা গোয়েন্দা নজরদারি

মোঃ শরিফ হাসান নিলয়:

অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে রাজধানী ঢাকার সাভারের আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় কমিশনের সদস্যরা সাব-রেজিস্ট্রার অফিসের নানা অনিয়ম খুঁজে পায়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার সাব রেজিস্টার অফিসে এই অভিযান পরিচালনা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে একটি দল।

এসময় দুদক কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায়। পরে দুদকের অভিযানে গত দুই-তিন দিনের দলিল যাচাই করে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান তারা।

দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিসে আমরা গোয়েন্দা নজরদারি রেখেছিলাম তারই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা করা হয়, সরোজমিনে দেখাযায় জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে বাগান দেখিয়ে দলিল করা হয়েছে যাতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।নকল নবিসদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ এবং বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়ানহ অসংখ্য অনিয়মের সত্যতা পাই।এ সময় আমরা গুরুত্বপূর্ণ কিছু নথি যাচাই-বাছাই করেছি, যা পরবর্তীতে কমিশনকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি আরো বলেন, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে অনন্য সাব রেজিস্ট্রী অফিসে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসংগত গেল ৯ এপ্রিল বুধবার আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন ছাত্র-জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button