সারা বাংলা

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছি: বিমান বাহিনীর প্রধান

এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা

তাজা খবর: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কেনো ঘটেছে তার তদন্ত চলছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বিমানটির নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে আমরা তা তদন্ত করছি। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এই ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছি

তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে আছি যারা এই ঘটনায় শোকাহত, আহত ও নিহত হয়েছেন। তাদের সঙ্গে দেশ, সরকার, সেনাবাহিনী ও বিমান বাহিনী রয়েছে। শেষ পর্যন্ত তাদের প্রয়োজনে সঙ্গে থাকা হবে।

এয়ার চিফ মার্শাল বলেন, সরকারের পাশাপাশি বিমান বাহিনীও হতাহতদের পাশে থাকবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় আমরা সবকিছু করব। ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করা হয়েছে। তারা অতি শিগগিরই তদন্ত করে বের করবে কী ঘটেছিল এবং তার প্রেক্ষিতে যদি কোনো ভুলত্রুটি থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেব।

এসময় তিনি দেশবাসীকে সোস্যাল মিডিয়ার মিস ইনফরমেশনে কান না দেওয়ার অনুরোধ করেন। তিনি তৌকিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button