অপরাধ ও দুর্নীতি

দূষণ রোধে ঢাকার মাতুয়াইল-আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান

এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে

তাজা খবর:

ঢাকার মাতুয়াইল ও আমিনবাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি, লালমাটিয়া ও আমিনবাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিনে চালানো অভিযান বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এছাড়া বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার জন্য বলা হয়েছে।

গাইবান্ধা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, দূষণ রোধে এই ধরনের অভিযান চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button