ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট দরজায় কড়া নাড়বে জনগণ তা মানবে না: রিজভী
সমাজের চাঁদাবাজ-সন্ত্রাস তাদের বিএনপিতে ঠাঁই হবে না

তাজা খবর: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজের চাঁদাবাজ-সন্ত্রাস তাদের বিএনপিতে ঠাঁই হবে না। একই সাথে এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট কড়া নাড়বে দরজায় এটা জনগণ মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি, চাঁদাবাজির সাথে যাদের সম্পর্ক তারা কেউ বিএনপির সদস্য হতে পারবে না । সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র মানুষ তারাই হবে বিএনপির সদস্য।
সমাবেশে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অন্যান্য নেতারা।