সারা বাংলা

নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে: ড. দেবপ্রিয়

রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নে নারীদের অগ্রাধিকার বিষয়টি সহজ

তাজা খবর: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডির) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে। নারী ও পুরুষের জন্য সর্বজনীন ভোট দিতে হবে। তিনি বলেন, এতে প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়িত হলে আনুপাতিক বিতর্ক এড়ানো যেতে পারে।

রবিবার (১৫ জুন) ডেইলি স্টার সম্মেলন কেন্দ্রে নাগরিক কোয়ালিশনের আয়োজনে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন: প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নে নারীদের অগ্রাধিকার বিষয়টি সহজ। নারী কমিশন নিয়ে যা হয়েছে, তা অনভিপ্রেত।

সংরক্ষিত নারী আসনের নারী এমপিরা হিনম্ন্যতায় ভোগেন। তিনটি সংসদীয় এলাকা তাকে দেখতে হয়। কিন্তু সে অবস্থান অনেকের থাকে না। অনেকের দলীয় প্রভাবও থাকে না।

যদি নারীর শক্তিশালী অবস্থান বা শ্রম শক্তিতে অংশগ্রহণ না থাকে, বা তারা বাল্য বিয়ের শিকার হন, তাহলে তো নারীর কোনও অগ্রগতি হলো না।

নারী কিন্তু অবিভাজিত জনশক্তি নয়। সমাজের বিভিন্ন সেক্টরে নারীদের অবস্থান কতটুকু। সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

আলোচনায় নারীর ক্ষমতায়ন এবং রাষ্ট্র-কাঠামো ও রাজনীতিতে নারীর সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে— আগামী সংসদে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচন পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনি আইন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button