নিউমুরিং টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
সবাইকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা

তাজা খবর: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (৯ জুলাই) টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী প্রধান নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান এনসিটি-২ জেটি এলাকায় কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কনটেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এমডি চিটাগাং ড্রাইডক লিমিটেডসহ অন্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত সোমবার (৭ জুলাই) চিটাগাং ড্রাইডক লিমিটেডের কাছে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব প্রদান করেন। ড্রাইডক লিমিটেড এনসিটির দায়িত্ব নেওয়ায় বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বাড়ার মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়,সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে, যা দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখবে। এছাড়াও, দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বাড়লে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর পাশাপাশি জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে গত ২ জুলাই সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নৌবাহিনীকে দেওয়া হচ্ছে।
নিউমুরিং কনটেইনার টার্মিনালটি গত ১৭ বছর ধরে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। পরিচালনাকারী দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তির মেয়াদ গত ৬ জুলাই শেষ হয়। এর পরদিনই গত ৭ জুলাই টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয় নৌবাহিনী।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিউমুরিং টার্মিনালটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সে প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। ডিপি ওয়ার্ল্ড বর্তমানে ৮৫টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করছে। তবে নিউমুরিং টার্মিনাল নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। আগামী নভেম্বরে আমিরাতের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হতে পারে।