অর্থনীতি

নির্বাচনের বাজেট নিয়ে অর্থ উপদেষ্টা বললেন, ‘যত টাকা লাগে দেওয়া হবে’

অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ খুব খারাপ অবস্থানে নেই

তাজা খবর: নতুন বছরের ফেব্রুয়ারিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের বাজেটের বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানালেন, ‘যত টাকা লাগে দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।’

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার নির্বাচনের বাজেট নিয়ে জানালেন অর্থ উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরেকটু কমলে ভালো হতো বলেও এদিন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যেটা করেছে মোটামুটি। স্বস্তির জায়গা বলব না। এমনিতেই বিশ্ব অনেক চ্যালেঞ্জে। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ খুব খারাপ অবস্থানে নেই।’

তিনি বলেন, ‘যেটা হয়েছে, আমাদের পোশাক ও নিট পোশাক খাত তাড়াতাড়ি সমন্বয় করে ফেলতে পারবে। বস্ত্র খাতের বোনায় (উইভিং) একটু সমস্যার মধ্যে পড়তে পারে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের দর-কষাকষি হবে কিনা প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ। ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাব খুবই ভালো। শেভরন ও মেটলাইফের অর্থ দিয়ে দেওয়ার কারণে বলেছে, তোমরা তো টাকা আটকে রাখো না।’

তিনি দাবি করেন, ‘এক বছরে খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি অনেকটাই ওপরে উঠে এসেছে।’ তিনি বলেন, ‘এটা দেখার জন্য দৃষ্টি ও অন্তর্দৃষ্টি লাগে। ভাসা–ভাসা দেখলাম, ভাসা–ভাসা বলে দিলাম, তা না। অনেক কিছুই হয়েছে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, শুল্কসহ অনেক চ্যালেঞ্জ আছে সামনে। বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের আস্থা আনা এবং ধীরগতির ব্যবসা-বাণিজ্যে আরও গতি সঞ্চার করা। মূল্যস্ফীতি একটু স্বস্তির জায়গায় আসছে। একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না যে ঘোড়ার রাশ ধরে টেনে দিলাম।’

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘কিছু জিনিস আমরা করে ফেলেছি। তবে ব্যাংক রেজল্যুশনে একটু সময় লাগবে। বাংলাদেশ ব্যাংক একটা পথনকশা করছে। পুঁজিবাজার মোটামুটি চেষ্টা করছে। এনবিআরের অধ্যাদেশ কিছুটা সংশোধন করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button