সারা বাংলা

পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকতে পারবে না: সাখাওয়াত হোসেন

আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ড্রেজিং ইনস্টিটিউশন

তাজা খবর: নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পদ্মা নদীতে কোনো কাটার মেশিন থাকতে পারবে না। অবশ্যই ফেরিঘাট থাকতে হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ড্রেজিং ইনস্টিটিউশন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শুধু দেশেই নয়, উন্নত বিশ্বের অনেক দেশেই কাজের অপরিসীম সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, শিমুলিয়া ঘাটে ইকো পার্কের জন্য আমাদের পিপিপিতে চলে যাওয়া উচিত। নদীর পাড়ে বিউটি ফিকেশনের জন্য বিআইডব্লিউটিএকে আরও বেশি স্থানীয় জনসম্পৃক্ততায় উদ্যোগী হতে হবে

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহম্মেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বেশ কয়েকটি প্রস্তাবনা উপদেষ্টা বরাবর তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো কন্টেইনার পোর্ট, অপরটি হলো ইকো পোর্ট।

এর আগে প্রধান অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এতে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের মাস্টার মেরিন অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মো. শাহজাহান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ বিআইডাব্লিটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এই ট্রেনিং ইনস্টিটিউটে আগামী দুই সপ্তাহে ২৪টা কোর্সে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button