
তাজা খবর: কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন খোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
কোরবানির পশুর যানবাহনে চাঁদাবাজি বন্ধে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশেষ সহকারী বলেন, আজ এ উচ্চপর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যাতে কমিয়ে আনা যায়, সেজন্য পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারাদেশে তৎপর থাকবে। সেনাবাহিনী সারাদেশে মোতায়েন আছে, বেসামরিক প্রশাসনকে তারা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।