সারা বাংলা
‘পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার’
অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে

তাজা খবর: সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পার্বত্য অঞ্চলের নারীদের সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার। তিনি পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
মঙ্গলবার রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সমাজে নারীদের অধিকার নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সব কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।