বিনোদন ও খেলাধুলা

পূজায় আসছে ‘রঙবাজার’, তবে সব দর্শকদের জন্য নয়

তামজিদ অতুলের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী

তাজা খবর: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘রঙবাজার’। একটা সময় ৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। তামজিদ অতুলের গল্পে এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

জানা গেছে, ২০২২ সালে শুরু হওয়া শুটিংয়ের বেশিরভাগ অংশ ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। এরপর গত বছর ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনায় তা সম্ভব হয়ে ওঠেনি। তাই এ বছর আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘রঙবাজার দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। তবে এটি সব শ্রেণির দর্শকের জন্য নয়, একটি নির্দিষ্ট শ্রেণির মনস্তত্ত্বকে কেন্দ্র করেই নির্মাণ। তাই সঠিক সময় বেছে নেওয়ার জন্যই অপেক্ষা করা হচ্ছিল।’

এদিকে সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘যৌনপল্লীকে নিয়ে এই সিনেমার গল্প। টানবাজারের উচ্ছেদ পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি করেছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button