রাজনীতি

প্রথম ধাপে ১০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে গণঅধিকার পরিষদ

প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে

তাজা খবর:

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই দলীয় প্রতীক ট্রাক মার্কায় প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে এখন প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। এরমধ্যে শিগগিরই প্রথম ধাপে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

১০ আসনে প্রার্থী ঘোষণা,এমন কোন আলোচনা দলীয় ফোরামে হয়নি। মঙ্গলবার (৮ এপ্রিল) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার রাত ৯টার দিকে ব্রাহ্মনবাড়িয়া থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী ক্লাব মিলনায়তনে গণঅধিকার পরিষদের নরসিংদীর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। মানুষ দীর্ঘদিন ধরে একটি বিকল্প নেতৃত্বের প্রত্যাশা করে আসছিল। একটি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা করে আসছিল। আমরা সে জায়গাটাতে মানুষকে নিয়ে যেতে চাই। বর্তমান পরিস্থিতিতে সমস্ত মানুষের মধ্যেই দলমত নির্বিশেষে রাষ্ট্র সংস্কারের একটি ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button