সারা বাংলা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কারণ জানালেন সোহেল তাজ

ড. মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের দাওয়াত দিতে যাই

তাজা খবর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তানরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই খবর নিয়ে দিনভর নানা কানাঘুঁষা চললেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তানজিম আহমেদ সোহেল তাজ জানিয়েছেন, ‘সেন্টার ফর তাজউদ্দীন আহমদ রিসার্চ এন্ড এক্টিভিজম (সিতারা)’ এর এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সোহেল তাজ ফেসবুক পোস্টে লিখেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেন্টার ফর তাজউদ্দীন আহমদ রিসার্চ এন্ড এক্টিভিজম (সিতারা) এর পক্ষ থেকে আজ আমি, আমার বড় বোন শারমিন আহমদ এবং সিতারার প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের দাওয়াত দিতে যাই। আপনারাও আমন্ত্রিত।

এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ, একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ এবং আফতাব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের প্রয়াত শীর্ষ নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button