সারা বাংলা

বাংলাদেশে কুকুরদের প্রথম ক্যান্সার হাসপাতালের যাত্রা শুরু

কুকুরদের জন্য শান্ত পরিবেশে আইসোলেশন ইউনিট

তাজা খবর: বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়ানো অনেক কুকুর দীর্ঘদিন ধরে নীরবে ক্যান্সারে ভুগে প্রাণ হারিয়েছে। চিকিৎসার সুযোগ না পেয়ে দিনের পর দিন যন্ত্রণায় কাটিয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছে অবলা প্রাণীরা।

তবে এবার ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন সাভারের বিরুলিয়াতে চালু করেছে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

এই কেন্দ্রটি দেশের একমাত্র চিকিৎসাকেন্দ্র যেখানে বিশেষভাবে ক্যান্সারে আক্রান্ত কুকুরদের চিকিৎসা করা হচ্ছে। যেসব কুকুর এখন এখানে চিকিৎসা পাচ্ছে, সেগুলোর মধ্যে বেশিরভাগই রাস্তায় পড়ে ছিল, জীবনে একবারও চিকিৎসা পায়নি।

এখানে ওদের দেয়া হচ্ছে আধুনিক চিকিৎসা—ডায়াগনোসিস, কেমোথেরাপি, ব্যথা কমানোর ওষুধ এবং ধাপে ধাপে সুস্থ হয়ে ওঠার সহযোগিতা। চিকিৎসা করছেন প্রশিক্ষিত পশু-চিকিৎসকরা।

কেন্দ্রে আছে নতুন কুকুরদের জন্য শান্ত পরিবেশে আইসোলেশন ইউনিট, রোগ ছড়ানো রোধে আলাদা পুরুষ ও মাদী ইউনিট, এমনকি প্যারালাইজড বা দুর্বল কুকুরদের জন্য আছে থেরাপি পুল

এই বিশেষায়িত হাসপাতালে পশু চিকিৎসা বিষয়ক শিক্ষার্থীদের জন্যও একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে—যাতে বাংলাদেশে ভবিষ্যতের দক্ষ পশু চিকিৎসক তৈরি হয়।

উল্লেখ্য, ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন বাংলাদেশের প্রাণীদের কল্যাণে কাজ করে। গণহারে বন্ধ্যাত্বকরণ, চিকিৎসা, জনসচেতনতা ও নীতিগত কার্যক্রমের মাধ্যমে সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button