বান্দরবানে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন
তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা

তাজা খবর: নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমা। দিনটি উপলক্ষে বুধবার (৯ জুলাই) সকাল থেকে জেলা শহরের প্রতিটি বৌদ্ধ বিহারে সমবেত হয়ে প্রার্থনায় মিলিত হন দায়ক দায়িকারা।
পরে রাজগুরু মহা বৌদ্ধ বিহারে আগত পূজারিদের শীল ও ধর্মীয় দেশনা দেন রাজগুরু বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উঃ কেতু মহাথেরো। এতে অংশ নেন ১৭তম বোমাংরাজা উচপ্রুসহ পুণ্যপ্রার্থীরা।
ধর্মদেশনা শেষে বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকা ও বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং (আহার) দান করেন বৌদ্ধ ধর্মালম্বীরা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা। এসময় সংযম পালনের মধ্যদিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবন স্মরণে ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।
পূর্ণিমার এ তিথিতেই বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ হয়েছিল।