বিনোদন ও খেলাধুলা

বাফুফের অফিসিয়াল ফুটবল পার্টনার মলতেন

তিন বছরের সমঝোতা চুক্তি

তাজা খবর: জাপানি ফুটবল ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মলতেন করপোরেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়ার ফুটবল পার্টনার হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে দেশের শীর্ষ ফুটবল সংস্থা।

প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ সোমবার বাফুফে ভবনে বাফুফে ও মলতেন করপোরেশনের মধ্যে তিন বছরের সমঝোতা চুক্তি হয়েছে। তাতে আগামী তিন বছর বিনামূল‍্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে

প্রতি বছর মলতেন করপোরেশন দুই হাজার ফুটবল বিনামূল্যে বাফুফেকে দেবে তারা এবং প্রতি বছর সাশ্রয়ী মূল্যে মলতেনের কাছ থেকে দুই হাজার ফুটবল কিনবে ফেডারেশন।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, এই চুক্তির ফলে আনুমানিক হিসেবে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে। তিনি বলেন, ‘গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সঙ্গে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।’

জাপানি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তাকাসি ওজাকি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button