অর্থনীতি

বিকেএমইএর নতুন সভাপতি মোহাম্মদ হাতেম

নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্ণ মেয়াদের জন্য সভাপতি

তাজা খবর:

পোশাকশিল্প সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে যাওয়া সেলিম ওসমানের স্থলাভিষিক্ত হয়ে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নিয়েছিলেন হাতেম। এবার সরাসরি নির্বাচনে জয়ী হয়ে তিনি পূর্ণ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হলেন।

নির্বাচনে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে জয় লাভ করে। ৩৫টি পদের বিপরীতে মনোনয়ন জমা পড়ে ৩৮টি, যার মধ্যে মাত্র তিনজন অ্যালায়েন্সের বাইরে ছিলেন।

নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী মোহাম্মদ হাতেম এমবি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং ২০০২ সালে প্রথম সহসভাপতি হন। এরপর তিন মেয়াদে সহসভাপতি এবং দুই মেয়াদে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন অমল পোদ্দার এবং সহসভাপতি (অর্থ) হয়েছেন মোরশেদ সারোয়ার। অন্যান্য সহসভাপতিদের মধ্যে আছেন—মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান ও মোহাম্মদ রাশেদ।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন—মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মোহাম্মদ শামসুল আজম, আবদুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া এবং সালাহ উদ্দিন আহমেদ।

নবনির্বাচিত এই কমিটি ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button