বিনোদন ও খেলাধুলা

বিপিএলের নতুন চেয়ারম্যান মাহবুব আনাম

ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন

তাজা খবর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়েছে ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবুব আনামকে। তিনি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এদিন তিনজনকে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয়বারের মতো বোর্ড সভা ডেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন কার্যালয়ে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হয় সভাটি।

জাতীয় দল শ্রীলঙ্কায় অবস্থান করায় এবং বেশিরভাগ বোর্ড সদস্যের ব্যস্ততার কারণে সবাই সশরীরে এই সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে যারা সশরীরের ছিলেন না, তারা অনলাইনে উপস্থিত হয়েছেন এই সভায়।

সভায় কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি ছিল টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ২৫ বছর পূর্তি উদযাপন। এছাড়া বোর্ডের বিভিন্ন বকেয়া পরিকল্পনা, মাঠ উন্নয়ন এবং সংস্কার প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা।

বোর্ড সভায় বিপিএলের নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়েছে ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবুব আনামকে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিসিবির এক সূত্র এই তথ্য জানিয়েছে। এর আগে এ দায়িত্বে ছিলেন সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

সূত্র আরও জানিয়েছে, বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে তার পদ ধরে রেখেছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে বহাল রাখা হয়েছে

এছাড়া বোর্ড সভায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনজনকে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। হসপিটালিটি খাতের বিশেষজ্ঞ মো. শাকাওয়াত হোসেনকে ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে স্পোর্টস মিডিয়া বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি হয়েছেন ক্রিকেট উপদেষ্টা। আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদি দায়িত্ব পেয়েছেন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button