বিনোদন ও খেলাধুলা

বিসিবির জরুরি বোর্ড মিটিং শেষে যা জানা গেল

বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা

তাজা খবর:

গত কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মাঝে আজ (রোববার) হঠাৎ করে জরুরি সভা ডেকেছিল বিসিবি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আলোচনার কথা ছিল এই সভায়।

বিসিবির পরিচালকদের উপস্থিতিতে বিকেল ৫টায় অনলাইনে (জুম) সভাটি শুরু হয়। সভা শেষে সন্ধ্যার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার কারণ জানিয়েছে বিসিবি। মূলত বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ আজ ভার্চুয়ালি বৈঠকে বসে ২০২৩–২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে আলোচনা করে।’

‘প্রতিবেদন নিয়ে বিস্তৃত আলোচনা শেষে বৈঠক স্থগিত করা হয়। নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা এবং বাজেট কৌশল নিয়ে আলোচনা পরিচালনা পর্ষদের আগামী ২৯ এপ্রিল নির্ধারিত সভা আবারও চলবে।’

এর আগে গেল ২৪ মার্চ সভায় বসার কথা ছিল বিসিবির। কিন্তু সেদিন হঠাৎ করেই তামিম ইকবাল ডিপিএলে ম্যাচ খেলার মাঝে অসুস্থ হয়ে পড়লে, সভা স্থগিত করে বোর্ড পরিচালকরা সেখানে চলে যান। সেটি হতো ফারুক আহমেদের বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button