প্রযুক্তি

ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন সংযোগ বিষয়ে নতুন সিদ্ধান্ত

একজন ব্যক্তি ১০টির পরিবর্তে ৫টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন

তাজা খবর: ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন সংযোগ নেয়া আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ব্যক্তি ১০টির পরিবর্তে ৫টি মোবাইল ফোন সিম ব্যবহার করতে পারবেন।

সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভায় মঙ্গলবার (২৪ জুন) এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে এক বছর পরপর সিম নবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র জানায়, ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার কমানোর যৌক্তিকতা তুলে ধরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। এতে বলা হয়, এক ব্যক্তির নামে বেশি সংযোগ নেয়ার সুযোগ থাকায় নানা ধরনের অনিয়ম হচ্ছে। নতুন নতুন সংযোগ ব্যবহারের মাধ্যমে চাঁদাবাজি ও ব্ল্যাকমেলের মতো ঘটনা ঘটছে।

বর্তমানে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি সংযোগ নিতে পারেন। এর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সব অপারেটর মিলিয়ে ১৫টি সিম নেয়া যেত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button