সারা বাংলা

মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না, উপদেষ্টা রিজওয়ানা হাসান

মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব

মোঃ শরিফ হাসান নিলয়: সরকার মব জাষ্টিস বরদাস্ত করবে না, যেখানেই মব জাষ্টিস হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) দুুপুরে সাভার উপজেলা প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গনমাধ্যমকে এ কথা জানান তিনি।

এসময় পরিবেশ দুষণ রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষন পর্যন্ত মানসিকতায় প্রাণ প্রকৃতিকে গুরত্বপূর্ন স্থানে না রাখবো ততক্ষন পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না

তিনি আরও বলেন, বায়ু দূষণ রোধে চীনের উদাহরন তুলে ধরে জানান, আমরা কাজ শুরু করছি আশা করি দ্রৃুত সময়ে সকলের সহযোগীতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারন জনগনের মাঝে এক লক্ষ গাছের চারা বিতরন করা হয়। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button