সারা বাংলা

মব সন্ত্রাস ঠেকাতে সেনা-প্রশাসনের অভিযান, টিকিট কালোবাজারির বিরুদ্ধেও তৎপরতা

পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে সচেতন করা হয়েছে

তাজা খবর: পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা ও জনভোগান্তি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় পঞ্চগড় জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করায় দূরপাল্লার ৩টি বাস কাউন্টারকে পৃথকভাবে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। অভিযানের অংশ হিসেবে প্রথমে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় থাকা দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় শাহ আলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ এবং হামজা এক্সপ্রেস নামের তিনটি বাস কাউন্টারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।

এ সময় তিনি বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাস কাউন্টার ও রেল স্টেশনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত ভাড়া আদায় করায় তিনটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে সচেতন করা হয়েছে।’

পরে অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করা হয়। সেখানে টিকিট কালোবাজারি প্রতিরোধে এবং যাত্রীদের সচেতন করতে প্রচারণা চালানো হয়।

অভিযানে অংশ নেয়া বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর জোবায়ের হোসেন সিয়াম বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। মব সন্ত্রাস, অপরাধমূলক তৎপরতা ও জনভোগান্তির বিরুদ্ধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জানা গেছে, পঞ্চগড় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালাবে, যাতে করে ঈদসহ যেকোনো সময় নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমন সম্ভব হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button