সারা বাংলা

রবীন্দ্রনাথ-নজরুল জীবনঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা

মানুষ হিসেবে আমা‌দের যে কর্তব্য, তা পালনে আমরা উদাসীন

তাজা খবর: কবিগুরু রব‌ীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজনই জীবনঘ‌নিষ্ঠ কবি ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, জীবনঘনিষ্ঠ বলেই তারা মানুষের কল্যাণ ও মনুষ্যত্বের বিকাশের কথা ব‌লে‌ছেন

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে দৈশিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মধ্যযুগের কবি ব‌লে‌ছেন, ‘সবার উপরে মানুষ সত্য’ নজরু‌লের কণ্ঠেও শু‌নে‌ছি , ‘মানু‌ষের চেয়ে বড়‌ কিছু নাই নহে কিছু মহীয়ান’, রবীন্দ্রনাথ বঙ্গজননীর প্রতি আহ্বান জা‌নিয়েছেন, ‘মানুষ হইতে দাও তোমার সন্তানে’।

সি আর আবরার বলেন, বর্তমানে আমরা দৈ‌শিক ও‌ বৈশ্বিক প‌রি‌স্থি‌তির দি‌কে তাকালে দেখবেন, মানুষ হিসেবে আমা‌দের যে কর্তব্য, তা পালনে আমরা উদাসীন, নি‌স্ত্রিয় ও ব্যর্থ। একজনের প্রতি অন্যজনের মানবিক সহানুভূ‌তি, সহমর্মিতা আজ বিলুপ্ত প্রায়। নিজের ক্ষুদ্র স্বার্থে অপরকে নির্যাতিত ও নিপীড়িত করতে আমরা কুণ্ঠা বোধ ক‌রি না, দ্বিধান্বিত হই না। বি‌শ্বের চা‌রি‌দি‌কে আজ রণ-দামামা বেজে উঠেছে। এর ফ‌লে লাঞ্ছিত হ‌চ্ছে মানুষ, বিপন্ন হচ্ছে মানবতা।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল এই ভয়াবহ পৃথিবীতে জীবনের জয়গান গাওয়ার অনুপ্রেরণা দি‌য়ে‌ছেন আমা‌দের। একারণে এই দুই কবি আমা‌দের জন‌্য প্রাসঙ্গিক। তাদের রচনার মানবিক আবেদনে উদ্বুদ্ধ হওয়ার জন‌্য তাদের পাঠ-অধ‌্যায়ন আমা‌দের জন‌্য আবশ্যিক।

বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) ড. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক ড. মোরশেদ শফিউল হাসান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক রকুদরত-এ-হুদা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button