অপরাধ ও দুর্নীতি

রাজউকের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা, ২২ ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাজউকের জোন ২ ও জোন ৫ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা

তাজা খবর:

বালুরমাঠ, উত্তরখান ও কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২৪টি মিটার জব্দ করা হয়।

রোববার (২৭ এপ্রিল) রাজউকের জোন ২ ও জোন ৫ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে রাজউকের জোন ৫/২ এর আওতাধীন কেরানীগঞ্জের লেকসিটি মেইনরোড, জান্নাতবাগ মেইন রোড, ঘাটারচর এলাকায় সর্বমোট ১৮টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১৮টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ২০টি মিটার জব্দ করা হয়। এসময় রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় করা অংশ অপসারণ করা হয়। ব্যত্যয় করা ভবনের মালিকদের সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মো. ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার কাওছার আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা।

অন্যদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে রাজউকের জোন ২/১ এর আওতাধীন মাস্টারপাড়া, বালুরমাঠ, হেলাল মার্কেট এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ৬টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৪টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয় করা অংশ অপসারণ করা হয়। ব্যত্যয় করা ভবনগুলোর মালিকদের সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকদের কাছ থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

এই মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ২/১ এর অথরাইজড অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button