সারা বাংলা

রাজধানীতে ফিরতি স্রোত, বাড়ছে মানুষ বাড়ছে কর্মব্যস্ততা

জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন

তাজা খবর: ঈদের আমেজ এখনো না কাটলেও রাজধানীতে গ্রাম থেকে ফিরে আসা মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় রাজধানীতে ফের বাড়ছে মানুষ ও কর্মব্যস্ততা। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিন দিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।

বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।

একই কথা জানিয়েছেন হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান। তিনি বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই বাড়ি ফিরছেন অনেকে।

কথা হয় চাকরিজীবী অপু রহমানের সঙ্গে। তিনি বলেন, অফিসে ঈদের ছুটি ছিল চারদিন। পরে একদিন বাড়িয়ে নিয়েছিলাম। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।

মিরপুরের একটি বেসরকারি অফিসে চাকরি করেন তানিম আহমেদ। তিনি বলেন, এবার দীর্ঘসময় সরকারি ছুটি থাকলেও বেসরকারি অফিসের ছুটি ছিল ৪ থেকে ৫ দিন। তাই চাইলেও বাড়ি থাকার উপায় নেই। ফিরে আসতে হয়েছে আমাকে।

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন সাগর মাহমুদ। তিনি বলেন, প্রতিবার ঈদ উপলক্ষ্যে বাড়ি যাওয়া হয়। ইচ্ছে ছিল আরো কিছুদিন থাকার। তবে অফিস শুরু হয়ে গেছে। তাই ফিরতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button