অপরাধ ও দুর্নীতি

লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানি গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে

একেএম মাহমুদ রিয়াজ, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক কবির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ওই বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন।

জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় আটক করে রেখেছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায় শিক্ষক কবির তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছেন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন তিনি। এ জন্য ভয়ে সে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না।

ঘটনাটি জেনে মঙ্গলবার (২৭ মে) শিশুটিকে নিয়ে তার মা বিদ্যালয়ে যান। খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত হন। অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে বিদ্যালয় মাঠে মারধর করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন অভিভাবক ও স্থানীয়রা।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সাধারণভাবে তাকে ভালো দেখলেও ছাত্রীরা মাঝে মাঝে এ অভিযোগ করে। ৬ মাস আগেও একটি ঘটনা ঘটেছিল।

’এ ঘটনায় সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, ‘ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষককে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button