রাজনীতি
Trending

শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি: সিনিয়র সচিব

গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে

তাজা খবর:

ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে রোডম্যাপ চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য শিগগিরই রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সময় সংবাদকে এসব কথা জানান।

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ডিসেম্বর ধরে এগোলে নির্বাচন কমিশনের হাতে আছে আর আট মাস। এই সময়ের মধ্যে ভোট সংশ্লিষ্ট সব কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছে ইসি।

আখতার আহমেদ জানান, সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে শিগগিরই অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন।

তিনি বলেন,

“আমরা শিগগিরই কর্মপরিকল্পনা করবো, যেটাকে ইংরেজিতে বলতে পারেন রোডম্যাপ। অংশীজনদের কবে কোন কাঠামোতে কীভাবে ডাকা হবে–এই বিষয়গুলো এখন সময়ের ব্যাপার। ভালো কিছু করতে গেলে অনেকের মতামত নেয়া উচিত। আমরা ভালো কিছু করতে চাচ্ছি এবং ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

জানা যায়, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আরপিওতে প্রক্সি পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে ইসি। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী ছাড়াও ভাই-বোনের সন্তানরা প্রবাসী ভোটারের পক্ষে প্রক্সি ভোট দিতে পারবেন। এ পদ্ধতিতে সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারবেন একজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button