
তাজা খবর: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ হারে মঙ্গলবার (৮ জুলাই) এই টাকা দেওয়া হয়েছে।
লাফার্জহোলসিমের পক্ষে কোম্পানিটির হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর এ. কে. এম. আতিকুর রহমান এবং বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নীল সেভিও আজাভেদো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে এই চেক হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মুনির হোসেন খান এবং লাফার্জহোলসিমের জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) সরকার শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।
লাফার্জহোলসিম বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।