সারা বাংলা

শ্রমিক সুরক্ষায় নতুন আইন হচ্ছে: সচিব

শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে

তাজা খবর: শ্রমিক সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নতুন আইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা জানান তিনি।

শ্রমিকদের ন্যায্য অধিকার না দেওয়া, নারী শ্রমিকদের সঙ্গে মজুরি বৈষম্য কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম সচিব বলেন, শ্রম অধিকারে কথা যদি বলেন, তাহলে অনেক ক্ষেত্রে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে। শ্রমের মজুরি ও কর্মঘণ্টা নিয়ে অনেক অনিয়ম আছে। আমরা নতুন আইন করছি যেখানে শ্রমিকের সংজ্ঞা আরও বিস্তৃত করবো।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের এ নতুন শ্রম আইন আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রোডম্যাপ আছে আমাদের জন্য। আমেরিকার ইলাভেন পয়েন্ট আছে। আরও সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে খুব সম্প্রতি নতুন একটা শ্রম আইন করছি।

শ্রম সচিব বলেন, গত বৃহস্পতিবার আমরা ক্যাবিনেটে অনুমোদন পেয়েছি, তিনটি কনভেনশন আমরা সই করবো। এগুলোর মধ্যে কর্মক্ষেত্রে যে কাজ করবে তার স্বাস্থ্য সুরক্ষা দেখতে হবে। যেমন ধরেন কোনো নির্মাণ শ্রমিক ১০ তলা ভবনে কাজ করবেন, তাকে মেজর সেফটি দিতে হবে। আর শ্রমিকের মজুরি যদি ঠিকভাবে না দেয় আমাদের হটলাইন নম্বর থাকবে ১৬৩৫৭ এখানে অভিযোগ করতে পারবেন।

জেলা পর্যায়ের সাংবাদিকরা সঠিক মজুরি পাচ্ছেন না এ নিয়ে শ্রম মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের ওয়েজ বোর্ড দেখে। সাংবাদিকদের এ বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় সঙ্গে (ডিসপিউট) বিবাদীয় পর্যায়ে আছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদের সচিব জাহেদা পারভীন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button