সারা বাংলা

সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো

তাজা খবর: পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। এজন্য তিনি নদী গবেষণা ইনস্টিটিউটকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সংকটাপন্ন নদীগুলোর তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

বুধবার (২৩ জুলাই) ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের ৫৬তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, যেসব নদীগুলো পলি পড়ে মরে যাচ্ছে, যেগুলোকে আমরা বাঁচাতে পারব। নদী রক্ষা কমিশনকে সঙ্গে নিয়ে সেগুলোর তালিকা করতে হবে।

সংকটাপন্ন যে নদীগুলোকে বাঁচানো যাবে সেগুলোর জন্য নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি কর্মপরিকল্পনা গ্রহণেরও নির্দেশনা দেন উপদেষ্টা। তিনি বলেন, দেশের কোন কোন জায়গায় সংকটাপন্ন নদীগুলো রয়েছে, এগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। সংকটাপন্ন নদীগুলোর সংকট চিহ্নিত করতে হবে এবং সংকট দূর করতে করণীয় খুঁজে বের করতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বুয়েট, সিইজিআইএস, বোর্ড সদস্য, নদী গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং মন্ত্রণালয় থেকে একজনসহ মোট পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি করার নির্দেশ দেন, যাতে এই কমিটি সংকটাপন্ন নদীগুলোকে যাচাই-বাছাই করবেন এবং এর জন্য প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, গবেষক ও অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, নদী গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (যুগ্মসচিব) আবু হোরায়রাসহ বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button