অপরাধ ও দুর্নীতি

সবজির দাম এত বেড়ে যাওয়ার কারণ জানা গেল

গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

তাজা খবর: পাইকারিতে সবজির দাম নাগালে থাকলেও খুচরায় আকাশছোঁয়া। নিত্যপ্যণের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাকে স্বস্তি দিতে রোববার (২৪ আগস্ট) গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ ৩৪ টাকায় বিক্রি করছেন আড়তদাররা। তবে দিচ্ছেন না কোনো রশিদ। ফলে খুচরায় বাজারে যা ঠেকেছে ১২০ টাকা পর্যন্ত। দামের এমন অস্বাভাবিক তারতম্যে, রসিদ না দেয়ার অভিযোগে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এদিকে, ট্রেড লাইসেন্স ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এক ব্যবসায়ী। তাকেও দেয়া হয় অর্থদণ্ড।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, নির্ভরযোগ্য রসিদ ব্যবহার না করার সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। পণ্য বিক্রি করছেন মনগড়া দামে।

তিনি বলেন, আড়তদাররা ক্যাশমেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। ফলে খুচরা বিক্রেতা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছেন। অভিযানে গেলে তখন তারা বলেন, তারা নাকি সর্বোচ্চ দামে কেনেন।

রসিদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ভোক্তার এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button