সাভারের ট্যানারি থেকে চুরি করা ১৫ লক্ষ টাকার চামড়া উদ্ধার, গ্রেফতার ২
গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে

তাজা খবর: ঢাকা জেলার সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী এলাকার মেসার্স রাইসা লেদার ট্যানারিতে রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেল চুরি যাওয়া পনেরো লক্ষ টাকা মূল্যের পশুর চামড়া উদ্ধার করা হয়েছে। এসময় চামড়া চুরির সাথে জড়িত ২ চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের মোঃ বাহারের ছেলে মোঃ রাসেল (৩৫) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সকাল সাড়ে ৮ টায় সাভার চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার ট্যানারির ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন পলাশ ফ্যাক্টরীতে এসে কিছু মালামাল কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় রাতে অজ্ঞাতনামা চোরেরা জানালা দিয়ে ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত আনুমানিক পনেরো লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই এলাকার ট্যানারির ম্যানেজার মোঃ জোনায়েদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানায় একটি চুরি মামলা (নং-৬৮) দায়ের করা হয়। এরপর গত ২৪ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলসহ বিভিন্নস্থানের সিসিটিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সাভার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগ এলাকা হতে চোরাইকৃত মালামাল উদ্বার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর মেসার্স রাইসা লেদার থেকে চামড়া চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি করা রপ্তানীর জন্য প্রস্তুতকৃত ১৬ বান্ডেলে ১৭০ পিচ গবাদিপশুর চামড়া উদ্ধার করা হয়েছে।