সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় পথচারীর মৃত্যু
সালেহপুর এলাকার ইউটার্ন দিয়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন

তাজা খবর: ঢাকা জেলার সালেহপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। তবে তার বিস্তারিত পাওয়া যায় নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকার ইউটার্ন দিয়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন মোস্তাফিজুর রহমান। এসময় ঢাকামুখী একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।