অপরাধ ও দুর্নীতি

সাভারে এক ব্যক্তিকে জবাই করে হত্যার চেষ্টা, বিচারের দাবি স্বজনদের

আহত হাসেম মিয়া সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লার মৃত হালিম মন্ডলের ছেলে

তাজা খবর: ঢাকা জেলার সাভারে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসেম মিয়া (৪৫) নামে আহত এক ব্যক্তি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন তার মা রোকেয়া বেগম।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এরআগে সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী হাসেম মিয়ার মা। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।

আহত হাসেম মিয়া সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লার মৃত হালিম মন্ডলের ছেলে।

হাসেমের ছোট ভাই তৌহিদুল ইসলাম মন্ডল বলেন, আমি ও আমার বড়ভাই পাশাপাশি বাড়িতেই থাকি। আমার সঙ্গে আমার মা থাকেন। মঙ্গলবার রাতে আমি, আমার মেয়ে এবং মাসহ বড় ভাই আমের জুস খাই। পরে সে তার ঘরে চলে যায়। তার কিছু সময় পরে বড় ভাইয়ের ঘর থেকে খবর আসে সে হঠাৎ অসুস্থ্য। পরে আমি ও মা তার ঘরে যাই এবং বেশ কিছু সময় অবস্থান করি। এরপরে আমার ভাই বলেন, এখন তার শরীর ঠিক আছে। সে কারণে আমরা চলে আসি। সেসময় তার ঘরের দরজা বাহির থেকে আমাকে তালা দিয়ে দিতে বলে। পরে আমি তালা দিয়ে ঘরে চলে আসি। কিন্তু ভোর সাড়ে ৬ টার দিকে হঠাৎ বড় ভাইয়ের ঘরের সামনে চিৎকারের আওয়াজ শুনতে পাই। পরে আমরা ভাইয়ের ঘরে গিয়ে দেখি তার বিছানায় রক্ত লেগে আছে। পরে জানতে পারি আমার ভাইকে ভোরবেলা আমার চাচা অলি মিয়াসহ কয়েকজন আমাদেরকে না জানিয়ে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গলায় ধারালো অস্ত্র দিয়ে কেউ হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। পরে তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার কাছে আমরা জানতে চেয়েছি কারা তাকে হত্যার চেষ্টা করেছে। তবে তিনি কারো নাম বা সঠিক করে তেমন কিছু বলতে পারেনি।

তিনি আরো বলেন, বড় ভাইয়ের স্ত্রী’র সঙ্গে কয়েক বছর আগে ডিভোর্স হয়। এরপর থেকেই ভাই একাই ওই বাসায় বসবাস করে ও গরু ছাগল হাঁস মুরগি পালন করতেন। তার বেশ কয়েক জন সঙ্গী ছিলেন, ভাই তাদের সঙ্গে রাতে তাস খেলতেন। ওই তালার চাবি সেদিন রাতে আমি নিয়ে এসেছিলাম। বাকি চাবি কারো কাছে থাকতে পারে এবং সেই এমন ঘটনা ঘটনাতে পারে বলে ধারণা তার। তিনি তার ভাইয়ের হত্যার চেষ্টার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলার বাদী রোকেয়া বেগম বলেন, আমরা ছেলেকে কেউ হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে ছিল। সেকারণে বিচার চেয়ে আমি সাভার মডেল থানায় একটি মামলা করেছি। যারা আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে তাদের দৃষ্টান্তরমূলক বিচার দাবি করেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button