
তাজা খবর: ঢাকা জেলার সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় এক যুবকের গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত যুবকের নাম শাহিন (২৭)।
সে সাভার বলিয়াপুর এলাকার কবির হোসেনের ছেলে। নিহত শাহিন স্ত্রী সন্তান নিয়ে সাভার রেডিও কোলনী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মোটর গ্যারেজে গাড়ির রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার বিপরীত পাশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার বিষয়ক সম্পাদক ও ঢাকা- ১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী বাসার গেটের সামনের রাস্তায় শাহিনকে কে বা কারা গুলি করে হত্যা করে। এ সময় স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া। তিনি বলেন, এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাঁকে কারা এবং কি কারনে হত্যা করেছেন জানা যায়নি তাৎক্ষণিকভাবে।