সাভারে দিনের আলোয় মহাসড়কে একের পর এক বাস ডাকাতি, জনমনে আতঙ্ক
চার মাসে অন্তত দশটি যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা

ঢাকা জেলার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চার মাসে অন্তত দশটি যাত্রীবাহী বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ছিনতাই-ডাকাতিই ঘটেছে দিনের বেলা, যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায়। একই ধরনের এই ধারাবাহিক ঘটনাগুলো বেশিরভাগ ঘটেছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি, ব্যাংক টাউন এবং পুলিশ টাউন এলাকাগুলোতে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। ঘটনাগুলোর পরও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
সাম্প্রাতিক সময়ে দিনের বেলায় সাভারে মহাসড়কে একের পর এক ছিনতাই, ডাকাতির প্রতিবাদে আগামীকাল রোববার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্র-জনতার ব্যানারে একটি মানববন্ধনের ডাক দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছিলো। পরে শনিবার রাতে আয়োজক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করতে গেলে দ্রুত সময়ের মধ্যে বাস ডাকাত-ছিনতাইকারীদের গ্রেফতারের আশ্বাসে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মানবন্ধন আয়োজক কর্তৃপক্ষ শনিবার রাত সোয়া ১০টার দিকে এ কথা জানিয়েছেন।
শুধু শুক্রবার (১১ এপ্রিল) দুপুরেই সিএন্ডবি ও ব্যাংক টাউন এলাকায় দুটি চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। এতে সাংবাদিক, চাকুরীজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, নারীসহ সাধারণ যাত্রীরা সরাসরি দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়ে পড়েন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী জানান, “বেলা সাড়ে ১১টারদিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় রাজধানী পরিবহনের একটি বাসে তিন ছিনতাইকারী উঠে। তারা ছুরি দেখিয়ে এক মহিলার গলার চেইন, আরেকজনের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের নিরাপত্তা কোথায়?”
একই দিনে ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহণের বাসেও একই কায়দায় ছিনতাই হয়। বাসযাত্রী সাংবাদিক তায়েফুর রহমান বলেন, “তিন যুবক বাসে উঠে গলায় থাকা সোনার চেইনসহ মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে। ছিনতাইয়ের পর নম্বর প্লেট খুলে বাসটি ঢাকার দিকে চলে যায়।”
এরআগে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলেরদিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৭৩) এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, দুপুরের দিকে চন্দ্রা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসে। বাস সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে তিন জন ব্যক্তি বাসে ওঠে। তারা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে ধারালো ছুরির মুখে বাস যাত্রীদের জিম্মি করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়।
সোমবার (২৪ মার্চ) রাত ৮টারদিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় শুভ যাত্রা পরিবহনে আবারও যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় যাত্রীদের কাছ থেকে কেড়ে নিয়েছে মোবাইল ফোন ও নগদ অর্থ।
২ মার্চ দুপুরে ওই মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসের ভেতর যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা ২০-২৫ জন যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় ডাকাতরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ সময় অন্তত বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে সাভারে চলন্ত বাস, বিয়ের গাড়ি ও একটি প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন চারজন। রাতের বিভিন্ন সময় এসব ডাকাতির ঘটনা ঘটে। এরমধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে চলন্ত বাসে, আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বিয়ের গাড়ি ও কাঠগড়া-টঙ্গাবাড়ি শাখা সড়কে প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
বাসযাত্রী বায়েজিদ বলেন, “একই ধরনের ঘটনা বারবার হচ্ছে। ছিনতাইয়ের পর বাস আটক করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি নেই। পুলিশ শুধু দায়সারা বক্তব্য দেয়।”
তবে স্থানীয় যাত্রী সজীব বলেন, “এত কিছু সত্ত্বেও আমরা নিরাপদ নই। তাই বাধ্য হয়ে বাসের পরিবর্তে লেগুনায় যাতায়াত করছি, যদিও সেটা সবসময় সম্ভব হয় না।”