অপরাধ ও দুর্নীতি

সাভারে নারীসহ ২ জন কে কুপিয়ে হত্যা

পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে

মোঃ শরিফ হাসান নিলয়: রাজধানী সাভার ও আশুলিয়ায় পৃথক ঘটনায় নারীসহ ২ জন কে কুপিয়ে হাত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোমবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার ভাটিয়াকান্দি এলাকায় মাদক সেবনের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে আওলাদ হোসেন তার মা সুফিয়া বেগম (৬২)কে কুপিয়ে হত্যা করে।এরআগে দিবাগত রাতে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লায় দুর্জয় (৪৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, আওলাদ মাদক সেবন করতেন। সে গতকাল দুপুর থেকেই তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তার মাকে মারধর করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, রাত ১১ টা দিকে দুর্জয় বাসায় ফিরে। এরপরে রাতের খাবার খেয়ে রাত ১ টার দিকে সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বেড়িয়ে যায়। পরে আর সারা রাত বাসায় ফিরেনি। এরপরে সকালে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনা দুইটির সত্যতা নিশ্চিত করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, নিহত ওই বৃদ্ধ মায়ের মাদকাসক্ত ছেলে আওলাদ হোসেন সন্ধার পর মাদক সেবনের টাকা না পেয়ে তার মা সুুফিয়া বেগমকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে ধামরাই থানা পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহটি হাসপাতাল থেকে উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারনা, মাদকাসক্ত ছেলে আওলাদ হোসেন তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে কুপিয়ে হত্যা করে।

অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে নিহত দুর্জয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঘটনা দুটি সাভার মডেল থানায় ও আশুলিয়া থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button