সারা বাংলা

সাভারে সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ

অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়

তাজা খবর: ইজারার শর্ত ভঙ্গ করে ঢাকা জেলার সাভার পৌর এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে জেলা প্রশাসন থেকে আজ রোববার (১ জুন) অবৈধ হাট উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। এরআগে পৌরসভার পক্ষ থেকে ইজারাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, কোরবানির পশু কেনা-বেচার জন্য চলতি বছর সাভার পৌর এলাকায় একটি অস্থায়ী কোরবানীর পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। জনৈক আতিকুর রহমান রাজু ১ কোটি ৬ লাখ টাকায় হাটের ইজারা পেয়েছেন।

ইজারার শর্ত অনুযায়ী পৌর এলাকার গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা। কিন্তু ইজারাদার গেন্ডার নির্ধারিত মাঠে হাট না বসিয়ে হাট বসানোর আয়োজন করছেন সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এজন্য বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে।

জানতে চাইলে ইজারাদারের পক্ষ থেকে বলা হয়, পৌরসভার গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে তা একজন আওয়ামী লীগ নেতার জমি। এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বাংলাদেশ বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। তবে বেতাররের পক্ষ থেকে অনুমতি নেওয়ার দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেনি।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: আবুবকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাঁট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ কারণে ঢাকার জেলা প্রশাসক মহোদয় অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রোববার অবৈধ হাঁটটি অপসারণের সকল প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়।

পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ গরুর হাট উচ্ছেদের জন্য আমার কাছে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button