অপরাধ ও দুর্নীতি

সাভারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছিনতাই

মোঃ শরিফ হাসান নিলয়: রাজধানী ঢাকার সাভারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্রসহ মাদকদ্রব্য ও ছিনতাইকৃত নগদ টাকা জব্দ করা হয়।

সোমবার (১৬জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সেনাবাহিনী। আটককৃতদের রাতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূল নেতা সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬), দুর্জয় (২৪), সমর (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের বেশ কিছু তথ্যের ভিত্তিতে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেড এর অধীনস্ত ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। গতকাল দিবাগত রাত একটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের নামাবাজার, বিশ মাইল, নবীনগর ও কুড়গাও এলাকায় পৃথক অভিযানে ছিনতাই চক্রের দলনেতা সোহেলসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত। তাদের দলনেতা সোহেলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও হয়রানির মামলা রয়েছে বলেও জানায় সেনাবাহিনী।

অভিযানে সার্বিক নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল আসিফ রহমান। এছাড়া মেজর সালাহউদ্দিন ও ক্যাপ্টেন শামীম অভিযানে অংশগ্রহণরত সেনাসদস্য ও পুলিশ এর বিভিন্ন দলের নেতৃত্ব দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button