সারা বাংলা

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ঔষধ না পেয়ে তুলকালাম কান্ড, তদন্ত কমিটি গঠন

চিকিৎসাসেবার নামে হয়রানিসহ নানা রকম অনিয়ম

তাজা খবর: ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসীতে আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ফ্রি ঔষধ বিতরণ নিয়ে রোগীর স্বজন ও হাসপাতালের ফার্মেসীর কর্মচারীদের মধ্যে তুলকালামকান্ড ঘটনা ঘটেছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদ আল-হাসান নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্গদিন থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে চিকিৎসাসেবার নামে হয়রানিসহ নানা রকম অনিয়ম, অব্যবস্থাপনা, কথিত দালালদের প্রতারণা ও দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় দুপুরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন কর্তব্যরত ডাক্তারের প্রেসক্রিপশনের স্লিপে ঔষধ লেখে দিলে হাসপাতালের ফার্মেসীতে ঔষধ না দিয়ে স্লিপ রেখে দেয়। তখন রোগীর স্বজন ঔষধ না পেয়ে এবং স্লিপটি রেখে দেয়া হলে এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও তুলকালাম ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতালে ঔধষ থাকলেও কর্তৃপক্ষ তাদের ঔষধ দেননি কর্তৃপক্ষ। পরে এর প্রতিবাদ করলে রোগীর স্বজনদের শারীরিকভাবে হেনস্থা করে হাসপাতালের এক কর্মচারী। এ সময় উপস্থিত অন্য রোগী ও স্বজনেরাও এর প্রতিবাদ করেন। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার সাথে জড়িত স্টাফকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র থেকে জানা য়ায়।

এক নারী রোগী বলেন, সরকারী হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য আসছি আমরা। তিনি ডাক্তারের স্লিপ দেখিয়ে বলেন, যে ঔষধ ডাক্তার লিখে দিয়েছেন তা আমাদের দেয়া হচ্ছে না। তিনি বলেন, আমরা অসহায়। কারণ বাহিরের ফার্মেসী থেকে ঔষধ কিনার মতো আমাদের সক্ষমতা নেই।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদ আল-হাসান বলেন, ঘটনার সময় তিনি উপজেলায় একটি মিটিং-এ ছিলেন। পরবর্তীতে তিনি খবর নিয়ে জানতে পেরেছেন-ডাক্তারের লিখে দেয়া চাহিদা অনুযায়ী ঔষধ না পেয়ে সেবা গ্রহীতা উত্তেজিত হয় এবং স্টাফদের সাথে বিরুপ পরিস্থিতির কথা স্বীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button