সারা বাংলা

সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি

চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে

তাজা খবর: সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘সারা দেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।’

গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না মন্তব্য করেছেন বাহারুল আলম।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।’

আইনশৃঙ্খলা বাহিনী আগের তুলনায় আরও বেশি সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা। তবে শাস্তি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button