রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে: বদিউল আলম

টাকার খেলা বন্ধ করতে হবে

তাজা খবর: সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী অঙ্গনটাকে পরিচ্ছন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে।’

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বদিউল আলম বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, টাকার প্রভাব থামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। তিনি নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, আপনারা সক্রিয় হোন, প্রতিবাদী হোন, রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে দায়িত্ব নিন। তাহলেই গণতন্ত্র টিকে থাকবে, নির্বাচন হবে অর্থবহ এবং রাষ্ট্র এগিয়ে যাবে সঠিক পথে।

অতীতে পরিবর্তনের অনেক সুযোগ নষ্ট হয়েছে উল্লেখ করে বদিউল আলম বলেন, এবার সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনের এই সম্ভাবনা কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। রাজনৈতিক নেতারা এবার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের অভূতপূর্ব গণ–অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। লন্ডনে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠকের পর এখন সরকারের উচিত হবে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থায় নিয়ে বিচার, সংস্কার ও মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা। তিনি সরকারকে তাদের অ্যাজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন।

দেশের ভেতরে ও বাইরে অনেকেই অনৈক্যের সুযোগ নিতে ওত পেতে আছে বলে উল্লেখ করেন সাইফুল হক। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

এ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button