সারা বাংলা

সৈকতে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা, দিচ্ছেন প্রশিক্ষণ

প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা

তাজা খবর: কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী। গত ১৮ মে শুরু হয়ে ২১ মে বুধবার পর্যন্ত চার দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়াদানের কৌশল শেখানো হয়েছে এ প্রশিক্ষণে।

বুধবার (২১ মে) সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা।

প্রশিক্ষণটি আয়োজন করা হয় আমেরিকান দূতাবাসের সহযোগিতায়, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তানহারুল ইসলাম।

তবে এ প্রশিক্ষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশিক্ষণের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর কিছু নেটিজেন সমুদ্র সৈকতে বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে সমালোচনায় সরব হন। কেউ কেউ প্রশ্ন তোলেন এর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য নিয়েও।

এ বিষয়ে তানহারুল ইসলাম বলেন, তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন। এটি সম্পূর্ণ একটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যাতে আমাদের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণ দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button