অপরাধ ও দুর্নীতি

সোহরাওয়ার্দী হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, দালাল চক্রের ৬ সদস্য আটক

দীর্ঘদিন ধরেই এসব চক্র হাসপাতালে সক্রিয়

তাজা খবর: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-২ ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে ৬ জন দালালকে আটক করা হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ভর্তি বাণিজ্য, প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং রোগীদের অন্যত্র বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেওয়ার কাজ করে আসছিল।

রোববার (১ জুন) সকালে চালানো এ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-২-এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান

জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে চলমান অভিযানের অংশ হিসেবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যৌথভাবে এ অভিযান চালানো হয়। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই দালাল চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। তারা রোগীদের বিভ্রান্ত করে ভর্তি, অপারেশন কিংবা অন্য চিকিৎসাসেবার নাম করে অর্থ আদায় করছিল। কেউ কেউ আবার হাসপাতালের সুযোগ-সুবিধা নেই বলে ভয় দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টা করছিল।

যৌথবাহিনীর এক সদস্য জানান, দীর্ঘদিন ধরেই এসব চক্র হাসপাতালে সক্রিয়। তারা সাধারণ মানুষকে টার্গেট করে নানা ধরনের প্রতারণা করে। আজকের অভিযানে যাদের আটক করা হয়েছে, তারা বহুদিন ধরে এখানে এসব অপকর্ম চালাচ্ছিল।

আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের শেষে জানানো হয়, আইনগত প্রক্রিয়া শেষে তাদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।

অভিযানে সেনাবাহিনী, র‍্যাব-২ এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। অভিযান চলাকালে হাসপাতালে রোগী, স্বজন ও চিকিৎসকদের মধ্যে স্বস্তি দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দালাল চক্রের কারণে প্রকৃত রোগীরা সরকারি সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। অনেকে ভয়ে কিংবা বিভ্রান্তিতে সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাইরে চলে যাচ্ছিলেন।

দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button