আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩

মঙ্গলবার ‘অপারেশন কিলার’ নামের এ অভিযান

তাজা খবর:

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নির্মূল করতে জম্মু-কাশ্মিরে সেনা অভিযান পরিচালনা করছে ভারত। মঙ্গলবার ‘অপারেশন কিলার’ নামের এ অভিযানে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, “গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলার শুকাল কেল্লের এলাকায় অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অভিযানে সেনা সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অভিযানে অন্তত ৩ জন নিহত হয়েছেন।”

সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জম্মু-কাশ্মিরে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক্স বার্তায়।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি ছিল ভারতের জম্মু-কাশ্মিরে সবচেয়ে ভয়াবহ হামলা।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।

অতর্কিত এ হামলার কয়েক ঘণ্টার মধ্যে সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানে নিহত হয়েছে ৪০ জন এবং আহত হয়েছে ১২১ জন। নিহতদের মধ্যে ১১ জন সেনা সদস্য রয়েছেন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে পাকিস্তান। আরবি ‘বুনিয়ানি উল মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর।

এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের মধ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন কর্মকর্তাদের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবার থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি।

সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button