
বাংলাদেশের নারী ফুটবলে প্রথম সাফ শিরোপা জয়ী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। সিনিয়র দল ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে একাধিক চ্যাম্পিয়ন শিরোপা রয়েছে এই কোচের। বছর দুই পর আবার সাফের প্রতিযোগিতা কোচিং করাতে যাচ্ছেন ছোটন।
ছোটন চলতি বছর জানুয়ারিতে বাফুফের একাডেমি এবং হেড অব ইয়ুথ হিসেবে ফেডারেশনে ফিরেছেন। বাফুফে একাডেমি দলকে অনুশীলন করাচ্ছেন সাবিনাদের সাবেক কোচ। ৯-১৮ মে ভারতের অরুণচালে সাফ অ-১৯ টুর্নামেন্ট রয়েছে। সেখানে তিনি হেড কোচ হিসেবে যাচ্ছেন। আজকের ডেভলপমেন্ট কমিটির সভায় এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। চলমান বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফের এলিট একাডেমি দলের দেখাশোনা করবেন অন্য কোনো কোচ। সেটা কিছু দিনের মধ্যে ঠিক হবে।
১৭ এপ্রিল যশোরে শামসুল হুদা একাডেমিতে বাংলাদেশ অ-১৯ দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে। সেখানে প্রায় দিন দশেক হওয়ার পর বিকেএসপিতে এক সপ্তাহ অনুশীলন হবে। কারণ অরুণাচলে স্টেডিয়ামে টার্ফে খেলা হবে। বয়সভিত্তিক পর্যায়ে জেলা শহরে ক্যাম্পে বাংলাদেশের ফুটবলে বিশেষ ঘটনাই। সাফ অ-১৯ সামনে রেখে প্রবাসী কয়েকজন ফুটবলার এসেছেন। তারাও যশোরে ক্যাম্পে থাকবেন।
চলতি বছর সাফ অ-১৯ ছাড়াও সাফ ও এএফসি অ-১৭ টুর্নামেন্ট রয়েছে। তিন টুর্নামেন্টেই বাফুফের ডেভলপমেন্ট কমিটির বাংলাদেশ দলের যথাযথ প্রস্তুতি ও ভালো ফলাফলের প্রত্যাশা রয়েছে। সাফ অ-১৭ টুর্নামেন্ট স্বাগতিক হওয়ার ইচ্ছেও রয়েছে বাংলাদেশের। আগামী রোববার ডেভলপমেন্ট কমিটির আরেকটি সভা হওয়ার কথা রয়েছে।