সারা বাংলা

ইশরাক মেয়র হবে কিনা তা আদালতের বিচারাধীন বিষয়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া

আমাদের বিকল্প ব্যবস্থা খুঁঝতে হবে

মোঃ শরিফ হাসান নিলয়: মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যখন সরকার কাজ করে তখন একটা বডি হিসাবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোন বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি এটা ভাবার কোন কারন নেই। এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো।

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করলেন তিনি আরো বলেন,এধরনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে। ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। যেহেতু এধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেহেতু আমাদের বিকল্প ব্যবস্থা খুঁঝতে হবে। সে বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। তবে দীর্ঘমেয়াদী আমাদের এটা আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।

এসময় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুব- উল- আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির।

এসময় আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহফুজুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী জন যুব প্রতিনিধি ও পুরস্কার প্রাপ্ত যুব প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭০০ (সাত শত) জন যুব ও যুবনারী এই সমাবেশে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button