‘সরকারের মূল লক্ষ্য দেশকে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়া’
মানুষ এখন আর অন্যায় সহ্য করে না

তাজা খবর: পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়া। অভ্যুত্থানের পর সব কিছু যেভাবে সাজানো হচ্ছে, সেখানে কিছু ব্যত্যয় থাকলেও মানুষের মধ্যে যে প্রেরণা জেগেছে, সেটি আর থেমে থাকবে না। মানুষ এখন আর অন্যায় সহ্য করে না।
মঙ্গলবার (২০ মে) দুপুরে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত ‘প্রোভার্টি ম্যাপ অফ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, ‘নির্বাচিত হয়ে যেই সরকারই ক্ষমতায় আসুক, তাকে এই পরিবর্তনের বাস্তবতা উপলব্ধি করতেই হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাবে।’
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের দারিদ্র্যের বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি বেহাত হওয়া। আর ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না।’
তিনি আরও বলেন, ‘পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সে ক্ষেত্রেও পুলিশ দারিদ্র্যের কারণ হতে পারে। আইনশৃঙ্খলা ঠিকমতো না হলে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরীব মানুষ’।
পুলিশ বিভাগের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘পুলিশকে বেশিই খারাপভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে পুলিশ বিভাগকে নতুনভাবে তৈরি করতে চাই। এ জন্য পুলিশ বিভাগকে সহায়তা করার আহ্বান জানাই। পুলিশ যেমন সকলকে রক্ষা করে, তেমনি পুলিশকেও রক্ষা করতে হবে। এখানে জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী ও প্রশাসনকে সহায়তা করা’।
বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেনের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মইনুল হক আনছারী, জেলা প্রশাসক মোহাম্মদ দেলায়ার হোসেন।
প্রসঙ্গত প্রোভার্টি ম্যাপ অফ বাংলাদেশ হলো একটি ভৌগোলিকভাবে বিশ্লেষণধর্মী প্রতিবেদন বা ডাটাভিত্তিক ম্যাপিং। যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র্যের মাত্রা ও বৈচিত্র্য চিত্রায়িত করা হয়। এটি বিশেষ করে নীতিনির্ধারকদের, পরিকল্পনাবিদদের ও উন্নয়ন সংস্থাগুলোর জন্য দরিদ্রতা নিরসন পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা।