সাংবাদিকতার মান ধরে রাখতে ডাটাবেজ তৈরি সময়ের দাবি: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, দেশ গঠনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অন্য কোনো বিকল্প নেই। তার জন্য হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।
তিনি আরও বলেন, বিগত সরকার টেলিভিশন সাংবাদিকতার জন্য নীতিমালা তৈরি করলেও তা অদৃশ্য কারণে বাস্তবায়ন করেনি। তবে এখন সময় হয়েছে, সংবাদপত্রের মতো টেলিভিশন সাংবাদিকতার নীতিমালা তৈরি করা।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিল চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতার মান ধরে রাখার জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ডাটাবেজ তৈরি করা এখন সময়ের দাবি। সেই বিষয়গুলোও প্রেস কাউন্সিল থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
এ সময় বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও সংবাদপত্রের নীতিমালার খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও আলোচনা করেন বিচারপতি একেএম আব্দুল হাকিম।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী। কর্মশালা পরিচালনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন।
‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুরে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। আয়োজনে সহযোগিতা করে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।